এসএসসি ফলাফল ২০২০ প্রকাশিত হয়েছে। যারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি তারা এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২০ ফলাফল পুনঃনিরীক্ষণ করতে পারেন।
কারণ আমরা জানি এমন অনেকেই আছেন, যারা পরীক্ষা ভালো দিয়েও অনেক বিষয়ে খারাপ করে ফেলেছেন। অর্থাৎ পাওয়ার কথা এ (প্লাস) পেয়েছেন এ (মাইনাস)।
আবার অনেকেই এক বা একাধিক বিষয়ে ফেল বা অকৃতকার্য দেখাচ্ছে। শিক্ষাজীবনে এর থেকে দুঃখের সময় আর হয় না।
কেননা এ সময় কেউ বুঝিতে চেষ্টা করে না যে, আপনি সত্যি ভালো পরীক্ষা দিয়েছেন।
আর এ দুঃসময়ে অনেকেই অনেক কিছু না ভেবেই, আপনার সম্পর্কে বিরূপ মন্তব্য করতে কুণ্ঠাবোধ করেন না।
আর এ কারণে অনেকেই এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২০ বা ফলাফল পুনঃনিরীক্ষণ না করেই অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
কিন্তু সত্যি এটাই যে অনেক সময় বোর্ডের ভুলের মাসুল গুনতে হয় সাধারণ শিক্ষার্থীদের। তাই বোর্ডের ফলাফল ঘোষণার পর আশানুরূপ ফলাফল না পেলেই বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ দেয়া হয়।
কারণ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল এ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের হতে পারে আবার ওই পরীক্ষার্থীরও হতে পারে। তাই উচিত হবে পরীক্ষা ভালো দিয়েও রেজাল্ট খারাপ হলে ভেঙ্গে না পরে এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ করা।
আরও দেখতে পারেন- জিপিএ ও সিজিপিএ বের করার পদ্ধতি
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
আপনি কি তাহলে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম জানতে চাচ্ছেন। তবে আমরা তা সহজভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি।
যেহেতু এই ধরণের ভুল শিক্ষা বোর্ডের হয়ে থাকে তাই প্রত্যেক শিক্ষা বোর্ডেই ফলাফল পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ করার সুবিধা রেখেছেন।
তাই আপনি যদি কনফিডেন্ট হন আপনার পরীক্ষার ফলাফলে ভুল হয়েছে, তবে আপনি নিঃসন্দেহে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন।
আর এ পদ্ধতি সহজ করতে বোর্ডে যেতে হয় না। আপনি ঘরে বসেই ম্যাসেজ(এসএমএস) এর মাধ্যমে ফলাফল পুনঃনিরীক্ষণ করতে পারবেন।
এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের পদ্ধতি
ফল প্রকাশ হওয়ার পর জুন হতে জুন ২০২০ পর্যন্ত এসএমএসের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ বা ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে। আর এ সময়ের মধ্যে আবেদন করতে না পারলে আবেদন আর গ্রহণযোগ্য হবে না।
তাই শিক্ষার্থীকে অবশ্যই এই সময়ের মধ্যেই টেলিটক সিমের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। অন্য সিমের মাধ্যমে আবেদন করার সুযোগ নেই।
এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের পদ্ধতি খুবই সহজ। ফলে উপায় জানা থাকলে নিজে নিজেই আবেদন করা সম্ভব।
তবে আলাদা আলাদা শিক্ষা বোর্ডের জন্য ম্যাসেজের ধরণ একটু আলাদা। আবেদন করার সময় বিষয়টি খেয়াল রাখতে হবে।
সাধারণ শিক্ষাবোর্ডের এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার পদ্ধতি
প্রথমে সাধারণ শিক্ষাবোর্ডের এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার পদ্ধতি জেনে নেওয়া যাক। সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে নয়টি। এজন্য প্রথমেই লিখতে হবে RSC, তারপর যথাক্রমে বোর্ডের নামের শর্টকোড, এসএসসি রোল নাম্বার এবং আপনি যে বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেই বিষয়ের কোড। যেটা আপনি পরীক্ষার্থীর প্রবেশপত্রে পেয়ে যাবেন। তবে একাধিক বিষয় চ্যালেঞ্জ করতে অবশ্যই বিষয় কোড নম্বর লিখতে হবে কমা দিয়ে দিয়ে যেমন- 101,107,109,127। এরপর ম্যাসজটি সেন্ড করতে হবে 16222 -এই নাম্বারে।
For Example-
RSC<Space>DHA<Space>SSC Roll Number<Space> SSC Subject Code and Send Message 16222
আপনার যদি একাধিক বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করার প্রয়োজন হয়, তবে একটি ম্যাসেজেই একাধিক বিষয় উল্লেখ করতে হবে। পৃথক ম্যাসেজের প্রয়োজন কোন নেই। ফিরতি ম্যাসেজে আপনাকে জানিয়ে দেয়া হবে ফি বাবদ কত টাকা চার্জ করা হবে। সেইসাথে একটি পিন নাম্বার দেয়া হবে। আপনি যদি আবেদন করতে সম্মত হন এবং আপনার টেলটক সিমে সেই পরিমান ব্যালেন্স থাকে হবে। এরপর আপনাকে একই নাম্বারে নতুন আরেকটি ম্যাসেজ দিতে হবে। প্রত্যেক সাবজেক্টের জন্য চার্জ হবে ১২৫ টাকা।
ম্যাসেজটি হবে-
For Example-
RSC<Space>Yes<Space>Pin Number<Space> Contact Number and Send Message 16222
শিক্ষাবোর্ডের নামের শর্টকোড
Dhaka Board | DHA |
Comilla Board | COM |
Barisal Board | BAR |
Sylhet Board | SYL |
Rajshahi Board | RAJ |
Dinajpur Board | DIN |
Chittagong Board | CHI |
Jessore Board | JES |
এসএসসি সাবজেক্টের নাম ও সাবজেক্ট কোড
মাদ্রাসা বোর্ডে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
একইভাবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। এজন্য শুধু শিক্ষা বোর্ডের নামের পরিবর্তন এবং সাবজেক্ট কোড চেঞ্জ হবে। কেননা মাদ্রাসা শিক্ষাবোর্ডের সাবজেক্ট কোড সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে ভিন্ন হয়।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের শর্টকোড হচ্ছে- MAD
ম্যাসেজ হবে এমন-
RSC<Space>MAD<Space>SSC Roll Number<Space> SSC Subject Code and Send Message 16222
ফিরতি ম্যাসেজে লিখতে হবে-
RSC<Space>Yes<Space>Pin Number<Space> Contact Number and Send Message 16222
দেখে নিন মাদ্রাসা বোর্ডের সাবজেক্টের নাম ও কোড নাম্বার
কারিগরি বোর্ডের এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
নিয়ম সব একই শুধু কারিগরি শিক্ষা বোর্ডেড় শর্টকোড এবং বিষয় কোডের পরিবর্তন হবে।
কারিগরি বোর্ডের শর্টকোড- TEC
ম্যাসেজ হবে এমন-
RSC<Space>TEC<Space>SSC Roll Number<Space> SSC Subject Code and Send Message 16222
আর ফিরতি ম্যাসেজে লিখতে হবে-
RSC<Space>Yes<Space>Pin Number<Space> Contact Number and Send Message 16222