নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের নারী টিমের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব নারী উদ্যোক্তা দিবস। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় কচিকাচা অডিটোরিয়ামে বিকেল ৩টা থেকে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি প্রতিপালিত হয়।
‘‘আমরা নারী, আমরা জয়ী’’ উপপাদ্যে অনুষ্ঠিত নারী উদ্যোক্তা গ্রান্ড মিট আপ-২০২১ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের ফাউন্ডার ও প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ।
এ সময় তিনি বলেন, একজন মেয়ের পরিচয় কখনো তার বাবা, কখনো তার স্বামী, খালু বা ভাই হতে পারে না। একজন মেয়ের পরিচয় তার কাজ। তাই আইডেন্টি তৈরি করতে হবে। মেয়েদের নিজের কাজ দিয়ে ঘুরে দাঁড়াতে হবে। কারোও অপেক্ষায় বসে থাকলে চলবে না। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে।
আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোর ভলেন্টিয়ার আফসানা ইয়াসমিন দিবা, এম আই হাসান, ফারজানা জোহরা, এম আই হোসেন, কাজী নাজমুল আলম হামীমসহ প্রমুখ। এছাড়া দেশের ৬৪ জেলা থেকে নারী উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন।
আরও পড়তে পারেন- ইউটিউব থেকে ‘সিলভার প্লে বাটন’ পেলেন উদ্যোক্তা তৈরির কারিগর ইকবাল বাহার