বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. গাজী মাজহারুল আনোয়ারকে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার (০৩ আগস্ট) উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদ তাকে এই নিয়োগ প্রদান করেন। বুধবার ড. গাজী মাজহারুল আনোয়ার এ পদে যোগদান করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ বছরের জন্য ড. মো. গাজী মাজহারুল আনোয়ার গ্রন্থাগারিক হিসেবে দায়িত্ব পালন করবেন।